‘ফিনিশিংয়ে মাহমুদউল্লাহ বিশেষজ্ঞ’
৩১ জানুয়ারি ২০২৪ ১০:১৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:০৫
ক্যারিয়ারজুড়ে মারকুটে ব্যাটারদের তালিকায় তার নামটা হয়তো কখনোই আসেনি। এবারের বিপিএলে সেই মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেই ঝড় উঠলো ফরচুন বরিশালের হয়ে। সিলেটের বিপক্ষে তার দারুণ এক ফিফটিতেই জয়ের ভিত গড়ে বরিশাল। দুর্দান্ত সেই হাফ সেঞ্চুরির জন্য ম্যাচসেরাও হয়েছেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে সিলেট অলরাউন্ডার বেনি হাওয়েল বলছেন, তার নজরে ফিনিশিংয়ে মাহমুদউল্লাহ ‘বিশেষজ্ঞ’।
বরিশালের ইনিংসের শেষভাগে ৭ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৫১ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেন মাহমুদউল্লাহ। তার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদেই ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বরিশাল। শেষ পর্যন্ত হেসেখেলেই সিলেটকে হারিয়েছে তারা।
হাওয়েল বলছেন, মাহমুদউল্লাহ ক্যামিওতেই ম্যাচ থেকে ছিটকে গেছে সিলেট, ‘আমরা যদি তাদের ১৬০-১৭০ এর মধ্যে আটকে রাখতে পারতাম তাহলে ব্যাপারটা ভালো হতো। আমরা বল হাতে সব কাজ সঠিকভাবে করতে পারিনি। শুরুতে আমরা ভালো বোলিং করেছি, উইকেটও পেয়েছি। কিন্তু শেষের দিকে একটু বেশিই রান দিয়েছি। তারাও অনেক ভালো ব্যাটিং করেছে। রিয়াদ এই পজিশনে বিশেষজ্ঞ ব্যাটার। শেষের দিকে সে আমাদের অনেক ভুগিয়েছে। শেহজাদও ভালো করেছে। আমরা ভালো শুরু করেও সেটা ধরে রাখতে পারিনি, এটাই হতাশাজনক।’
এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে সিলেট। এমন বাজে অবস্থার পরেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হাওয়েলের কণ্ঠে, ‘দল হিসাবে একত্রিত হয়ে নিজের শক্তি অনুযায়ী খেলে যেতে হবে। ব্যক্তিগত পারফরম্যান্সেও অবদান রাখতে হবে। কাউকে দোষারোপ করার কিছু নেই। সবাইকে এখানে দায়িত্ব নিতে হবে। পাঁচ ম্যাচে পাঁচ হার কখনোই আদর্শ কিছু নয়। যে কাজগুলো আমরা ভালোভাবে করছি সেগুলো পরের ম্যাচে করতে হবে। তাহলেই কেবল আশা করা সম্ভব। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
সারাবাংলা/এফএম