Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৪ ১৫:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক কর্মীকে মারধরের জেরে ছাত্রলীগের দুই উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) নেতাকর্মীরা সংঘাতে জড়ায়।

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হল মোড়ে এবং সিএফসি গ্রুপের নেতাকর্মীরা আমানত হলের সামনে অবস্থান নিয়ে সংঘাতে জড়ায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সিএফসি গ্রুপের কয়েকজন অনুসারী সোহরাওয়ার্দী হল এলাকায় ভিএক্স গ্রুপের এক কর্মীকে মারধর করেন। এ খবর জানাজানির পর সোহরাওয়ার্দী হলে অবস্থানরত ভিএক্স এবং শাহ আমানত হলে সিএফসির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা দুই হলের সামনে মহড়া দিতে শুরু করে।

একপর্যায়ে রাত সাড়ে বারোটার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। থেমে থেমে চলা সংঘাতের খবর পেয়ে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় সারাবাংলাকে বলেন, ‘জুনিয়রদের মাঝে ডিপার্টমেন্ট কেন্দ্রিক কিছু বিষয় নিয়ে ছোটখাটো ঝামেলা হয়েছে। প্রক্টরিয়াল বডি ও প্রশাসনের সহযোগিতায় সমস্যাটির সমাধান হয়েছে। বিষয়টি যাতে বড় আকার ধারণ না করে, আমরা সেদিকে নজর রাখছি।’

সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মির্জা খবির সাদাফ সারাবাংলাকে বলেন, ‘জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। আমরা জুনিয়রদের সঙ্গে কথা বলে বিষয়টা সমাধান করেছি।’

বিজ্ঞাপন

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, ‘আমরা উভয় গ্রুপের ছেলেদের সাথে কথা বলেছি। বিষয়টা সমাধান করা হয়েছে। ক্যম্পাস এখন শান্ত আছে।’

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর