ডাস্টবিনের আবর্জনায় জীবিকা খোঁজেন তারা
৩০ জানুয়ারি ২০২৪ ০৯:৪২ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৪:৩৬
চট্টগ্রাম হালিশহরের আনন্দবাজার ময়লার ডিপো। নগরীর সব ময়লা-আবর্জনা এ ডিপোতে রাখা হয়। এলাকাজুড়ে বাতাসের সঙ্গে ঘুরে বেড়ায় দুর্গন্ধ। যেখানে ডাস্টবিনের ধারে-কাছে সামান্য সময় দাঁড়ালেই জীবনকে বিষিয়ে তোলে, দুঃসহ করে তোলে, সেখানে ময়লার ভাগাড়েই শত শত মানুষ জীবন ও জীবিকার খোঁজ করেন। আবর্জনাকে পুঁজি করেই তাদের রুটি-রুজির ব্যবস্থা।
কেউ ময়লা ফেলছে, কেউ গাড়িতে তুলে দিচ্ছে– ময়লার ডিপোর পরিচিত চিত্র এটি। তীব্র গন্ধ ঠেকানোর মুখবন্ধনী বা হাতে ময়লা না লাগার গ্লাভস তো দূরের কথা, অনেকের পায়ে একজোড়া জুতাও নেই। এভাবেই কেটে যায় দিনের পর দিন। ময়লার ভাগাড়ে ম্লান হতে থাকে জীবনের স্বপ্নগুলো।
অসংখ্য মানুষের জীবন-জীবিকার নির্ভর করে ডাস্টবিন ঘেঁটে ধনীদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট সংগ্রহ করেই। ছবিগুলো নগরীর হালিশহর আনন্দবাজার ময়লার ডিপো থেকে তুলেছেন সারাবাংলার স্টাফ ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
সারাবাংলা/পিটিএম