Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক চয়ন রহমানের একক প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৪ ২৩:৪৪

ঢাকা: রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক চয়ন রহমানের একক প্রদর্শনী ‘চয়ন’স ইনভেস্টিগেশন শোকেস’। গুলশান গ্যালারিতে শুরু হয়েছে এই প্রর্দশনী। সোমবার (২৯ জানুয়ারি) বিশেষ এই প্রদর্শনী শুরু হয়।

প্রদর্শনীতে চয়ন রহমানের কর্মজীবনের ২২টি উল্লেখযোগ্য অনুসন্ধানী সংবাদের স্থিরচিত্র স্থান পেয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ফটোগ্রাফ অনেক বার্তা বহন করে। বলা হয়ে থাকে, সংবাদের একটি ছবি ১০০ বাক্য বলে দেয়। আর তা যদি হয় অনুসন্ধানী প্রতিবেদনের ফটোগ্রাফ, তাহলে দর্শকের আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে যায়। অনুসন্ধানী প্রতিবেদনে অনেক অসঙ্গতি তুলে ধরা হয়। এসব ফটোগ্রাফ প্রদর্শনীর মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনগুলোর বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া যাবে। পাশাপাশি নতুন প্রজন্মকেও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করা যাবে। এ ভাবনা থেকে এই বিশেষ আয়োজন করা হয়েছে।

অনুসন্ধানী সাংবাদিকতায় চয়ন রহমানের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তার দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারের উল্লেখযোগ্য সংবাদগুলো হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি, সুন্দরবনের জলদস্যু, নকল ওষুধ, সীমান্তে অপরাধ, ট্রেনের তেলচুরি, সাগরপথে মানবপাচার।

প্রদর্শনীর বিষয়ে চয়ন রহমান বলেন, ‘অনেক বাধা-বিপত্তি পার হয়ে, শতাধিক সংবাদের অনুসন্ধান করেছি। এসব সংবাদ আমার ক্যারিয়ারে দিয়েছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।’

অসীম ধৈ‍র্য্য আর সাহস নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় নবীন সাংবাদিকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

চয়ন রহমান তার দুই দশকের সাংবাদিকতার ক্যারিয়ারে এক যুগ কাজ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। কাজ করেছেন জিটিভি এবং চ্যানেল নাইনে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

অনুসন্ধানী সাংবাদিকতা রাজধানী সাংবাদিক চয়ন রহমান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর