পুঁজিবাজারের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর
২৯ জানুয়ারি ২০২৪ ২২:১২ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১২:৩৫
ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
সোমবার ( ২৯ জানুয়ারি) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি মাজেদা খাতুন-এর নেতৃত্বে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এ সব কথা বলেন।
সন্ধানী লাইফ ইন্সুরেন্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভায় পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পুঁজিবাজারকে স্বচ্ছ, শক্তিশালী ও গতিশীল করতে বিদ্যমান সমস্যা নিরসনে তারা গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
সভায় সংগঠনের সভাপতি ছাড়াও মো. রিয়াদ মতিন, প্রথম সহ-সভাপতি, মুহাম্মদ নজরুল ইসলাম, এফসিএমএ, সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রহিম, এফসিএ, ট্রেজারার এবং সদস্যদের মধ্যে মাহবুব এইচ মজুমদার উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জিএস/একে