‘অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে’
২৯ জানুয়ারি ২০২৪ ২০:২১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ২২:০১
ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। সরকারের হস্থক্ষেপে ইতোমধ্যে অনেক কিছুর দাম কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করছি অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে, একটি হলো— রেমিট্যান্স, আরেকটি রফতানি। এই দুটো বাড়াতে হবে। রফতানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রফতানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ডলার সংকট কেটে যাবে।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘চামড়া ও পাটজাত পণ্যের রফতানিকে গুরুত্ব দিয়ে এই দুটো খাতেই সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের মতো অন্য খাতকেও একই সুবিধা দিলে আমি বিশ্বাস করি বহুমুখী রফতানি বাড়বে।’
গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘এখন যেটা হয়েছে সেটা সাময়িক। কিছুদিন আগেও এলএনজি কেনা হয়েছে। আর ভবিষ্যতের জন্য ভালো খবর হচ্ছে, অনেক নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলাতে আগে আমরা পেয়েছি, এখন শেভরন পেয়েছে, পেট্রোবাংলাও পেয়েছে। আশা করি সামনে গ্যাসের সংকট কমে যাবে।’
বহুমুখী রফতানি ও আরএমজির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের অনেক নতুন পণ্য রফতানির সন্ধান পাওয়া গেছে। যেমন- ফুল, ফল, অ্যাগ্রো প্রসেসড প্রোডাক্টগুলো ছোট আকারে হলেও রফতানি শুরু হয়েছে। আর গার্মেন্টসের প্রোডাক্টগুলোর রফতানিও প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল। ফার্নিচার, ফ্রিজ, এয়ার কন্ডিশনারও এখন বাইরে রফতানি হচ্ছে। আমরা আগে কল্পনাও করিনি যে, বাংলাদেশ এতকিছু রফতানি করতে পারবে। আমাদের রফতানি বহুমুখী হয়েছে, কিন্তু ভলিউমটা বাড়ছে না। প্রধানমন্ত্রী বলেছেন, গার্মেন্টসকে যে সুবিধা দেওয়া হয়েছে অন্য খাতকেও যদি একই সুবিধা দেওয়া হয় তাহলে বহুমুখী রফতানির মাত্রা অর্জন করতে পারব।’
সারাবাংলা/ইএইচটি/পিটিএম