হাতিরঝিলে সিএনজি উল্টে চালক নিহত
২৯ জানুয়ারি ২০২৪ ১৮:২৬
ঢাকা: রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক নিহত হয়েছেন।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই সিএনজি চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সিএনজি চালকের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে, তার নাম আশরাফ হোসাইন (৪২), বাবার নাম তোফাজ্জল হোসাইন। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়।
সিএনজি চালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে ওই সিএনজি চালক হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সামনের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজিতে থাকা দুজন যাত্রী সামান্য আহত হন। তবে গুরুতর আহত হন চালক। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাতিরঝিল থেকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই চালককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এসএসআর/পিটিএম