Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা আলালের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৪ ১৮:১৬

ঢাকা: বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর দুটি থানায় নাশকতার অভিযোগে করা পৃথক চার মামলায় দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন আবেদন গ্রহণ করে তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবীরা জানান, রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় করা পৃথক চারটি মামলায় মোয়াজ্জেম হোসেনের করা জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে গত ২৫ জানুয়ারি রিট করেন তিনি।

মামলাগুলো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী।

রাজধানীর পল্টন থানার মামলায় ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এই মামলায় গত ১ নভেম্বর মোয়াজ্জেম হোসেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৬ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করা হয়। তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে গোয়েন্দা পুলিশ (ডিবি) আবেদন করে। অন্যদিকে মোয়াজ্জেম হোসেনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি নিয়ে সেদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনইউ

আলাল টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর