Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৪ ১৬:৪১

নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’ কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্বব্যাংক বাংলাদেশের সিনিয়র সোশ্যাল প্রটেকশন ইকোনোমিষ্ট আনিকা রহমান, অপারেশন কনসালটেন্ট সোশ্যাল প্রটেকশন এন্ড জব নওশিন সুবাহান রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় রেইজ প্রকল্পের আওতায় মৌসুমীর প্রধান কার্যালয়ে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ছাড়া, মাঠ পর্যায়ে গুরু শিষ্য পদ্ধতিতে শিক্ষানবিশ কার্যক্রম পরিদর্শন করেন। পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রেইজ প্রকল্প বাস্তবায়ন করছে নওগাঁর বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী।

এ সময় পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তী, রেইজ প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলীসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ

নওগাঁ প্রতিনিধি দল বিশ্বব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর