ওয়েস্ট ইন্ডিজের জয়ে ‘খুশি’ টেস্ট ভক্ত কামিন্সও!
২৯ জানুয়ারি ২০২৪ ১৩:১৮
ওয়েস্ট ইন্ডিজ এমনভাবে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টেস্টে হারিয়ে দেবে, কথাটা দুদিন আগে কাউকে বললে হয়তো হেসেই উড়িয়ে দিতেন। ব্রিসবেনে অবিশ্বাস্য এক রূপকথার গল্প রচনা করেছেন ক্যারিবিয়ান তরুণ শামার জোসেফ। অভিষেক সিরিজেই দুর্দান্ত বোলিং করে একাই হারিয়ে দিয়েছেন অজিদের। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে জোসেফের ৭ উইকেটেই অজিদের ৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন হারের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, হারের ক্ষত থাকলেও টেস্ট ক্রিকেটের ভক্ত হিসাবে ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে খুশি তিনিও।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার পর থেকে সময়টা দারুণ কাটছে কামিন্সের। অ্যাশেজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ; ২০২৩ সালে জিতেছেন সবকিছুই। এই সাফল্যের সুবাদেই ২০২৩ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিন্স। দলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাটিতে কখনো হারের মুখ দেখেননি তিনি। দিবা রাত্রির ক্রিকেটে কখনোই হারেনি অস্ট্রেলিয়া। এই দুই রেকর্ডই কাল ভেঙ্গেছেন জোসেফ। তার অবিশ্বাস্য বোলিংয়েই ঘরের মাঠে অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট হারের স্বাদ পেলেন কামিন্স, অস্ট্রেলিয়া পেল প্রথম দিবা রাত্রির টেস্ট হারের তিক্ত স্বাদ।
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুমে গিয়ে জোসেফের সাথে জার্সি অদল বদল করেছেন কামিন্স। কামিন্স বলছেন, হারের দুঃখ থাকলেও ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে খুশি তিনিও, ‘তারা অসাধারণ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ এমন একজন সুপারস্টার তৈরি করেছে যার নাম আমরা এই সিরিজের আগে জানতামও না! একজন ক্রিকেট ভক্ত, টেস্ট ক্রিকেটের ভক্ত হিসাবে আমিও তাদের এমন জয়ে আনন্দিত।’
২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অজি অধিনায়ক কামিন্স জানালেন, আগের চেয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটিং করা কষ্টসাধ্য হয়ে উঠছে, ‘আগের কয়েকটি সিরিজেই এমনটা দেখে গেছে। ব্যাটারদের রান পেতে অনেক বেগ পেতে হচ্ছে। হয়তো উইকেট আগের চেয়ে অনেক বদলে গেছে। তাও বলতে হয় ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। বিশেষ করে অভিষেক হওয়া একজন তরুণ যেভাবে তাদের জিতিয়েছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই কঠিন। সেখানে মানিয়ে নেওয়াটাই আসল চ্যালেঞ্জ।’
সারাবাংলা/এফএম