Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুইপক্ষকে নিয়ে প্রশাসনের ইজতেমা ময়দান পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ২২:৫৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ২৩:০৩

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে আগামী ২ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম ধাপে অংশ নিচ্ছেন মাওলানা যোবায়ের অনুসারীরা ও দ্বিতীয় ধাপে অংশ নেবেন ভারতের মাওলানা সা’দ অনুসারীরা।

রোববার (২৮ জানুয়ারি) ইজতেমা ময়দানের টঙ্গী পশ্চিম থানাধীন বাটাগেট এলাকায় বেলা সাড়ে বারোটার দিকে ইজতেমার দুইপক্ষকে নিয়ে ইজতেমা ময়দান পরিদর্শন ও আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।

সভা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ইজতেমা নিয়ে দুপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তারা আমাদেরকে (পুলিশকে) আশ্বস্ত করেছে। তারা কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবেন না। ময়দানে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকছে।’

এবারের ইজতেমা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগ কাজ করছে। মাঠের নিরাপত্তায় পোশাকি পুলিশের পাশাপাশি র‍্যাব, সিআইডি ও বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা নিয়োজিত থাকছেন। সেই সঙ্গে ইজতেমা ময়দান ও তার আশপাশের এলাকায় হকার ও ফুটপাতে কোনো অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না।

এর আগে, সকাল দশটার দিকে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইজতেমা ময়দান পরিদর্শন করেন।

যোবায়ের অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। এবার ময়দানের কিছু অংশে সামিয়ানা টানানো হয়নি। পুরনো চট নষ্ট হয়ে গিয়েছে। নিজ নিজ সামিয়ানা নিয়ে দুই এক দিনের ভেতরেই আমাদের সাথীরা ময়দানে আসা শুরু করবেন।’

বিজ্ঞাপন

ভারতের মাওলানা সা’দপন্থী ইজতেমা মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ রোববার সকাল নয়টায় ইজতেমা ময়দানে এসেছি। যোবায়ের অনুসারীরাও এসেছেন। প্রথম ধাপের ইজতেমা শেষে দ্বিতীয় ধাপের জন্য জেলা প্রশাসক ময়দান বুঝে নিয়ে আমাদের বুঝিয়ে দেবেন।’

উল্লেখ্য, ২ থেকে ৪ ফ্রেব্রুয়ারি প্রথম ধাপ এবং মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৫৭তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/একে

ইজতেমা গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর