১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ
সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৫
২৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৫
ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত একমাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
রোববার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় নকলমুক্ত পরিবেশ যাতে বজায় রাখার স্বার্থে কেন্দ্রের আশেপাশের কোনো কোচিং সেন্টার, ফটোকপির দোকান বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেনো পরীক্ষার সুষ্ঠু পরিবেশের ব্যঘাত না ঘটে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাবাংলা/ইউজে/এমও