ঝমঝমাঝম বৃষ্টি দিনে
২৩ মে ২০১৮ ১০:৩১ | আপডেট: ২৩ মে ২০১৮ ১৩:৫৪
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সকালেই আকাশ মেঘে ঢাকা ছিল, সবাই যখন অফিসের পথে বের হবেই তক্ষুণি আকাশ থেকে নেমে এলো এলোমেলো বৃষ্টির ধারা। এই বৃষ্টির ধারাই আজকের দিনের সবচেয়ে স্বাভাবিক ঘটনা।
আকাশ আজ সারাদিন বৃষ্টি ঝরায় ব্যস্ত থাকবে। মেঘের কিন্তু আরও কাজ আছে। বেলা একটায়, সন্ধ্যে ৭টায় আর রাত ৯টায়, তিনবার বজ্রসহ ঝড় হতে পারে। উফফ! মেঘগুলো পারেও, ওদের কোনো ক্লান্তি নেই?
এত বৃষ্টিতে তাপমাত্রা কমে হয়েছে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৫। ঠান্ডাই বলা যায়।
বৃষ্টির আজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিছুটা ধীরে হতে পারে। তাই রাস্তাও কাদা কাদা হয়ে যাবে। দুই এক জায়গায় হয়তো পানিতে তলিয়ে যাবে। এ সবের মধ্যে ঘরে ফেরা যেন নিরাপদ হয়।
সারাবাংলা/এমএ