Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদেরই জাপার চেয়ারম্যান এবং আমি মহাসচিব: চুন্নু

স্পেশাল করসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১৬:১৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৭

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছেন গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির নিবন্ধন নম্বর-১২। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমি (মুজিবুল হক চুন্নু) মহাসচিব।’

রোববার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রে এমন কোন ধারা নেই, যে ধারার ক্ষমতায় পার্টির প্রধান পৃষ্ঠপোষক জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে পদ থেকে বাদ দিতে পারে। এমন কিছু আমাদের গঠনতন্ত্রে নেই। এই নিয়ে তৃতীয় বারের মতো তিনি আমাদের বাদ দিয়েছেন। এর আগেও দুইবার আমাদের বাদ দিয়ে তিনি সেই চিঠি প্রত্যাহার করেছেন। তাই পার্টির মহাসচিব হিসেবে বেগম রওশন এরশাদের ঘোষণা নলেজে নিচ্ছি না। এই সিদ্ধান্তের কোন ভিত্তি নেই, এটি অগঠনতান্ত্রিক।’

 

জিএম কাদের-চুন্নুকে অব্যহতি দিলেন রওশন, দায়িত্ব নিলেন দলের

 

বেগম রওশন এরশাদের ঘোষণা আমরা আমলে নিচ্ছি না উল্লেখ করে চুন্নু আরও বলেন, ‘অনিয়ম বা গঠনতন্ত্রের বাইরে মনের মাধুরী মিশিয়ে যে কেউ যা খুশি বলতে পারে, এ নিয়ে আমাদের মাঝে কোন প্রতিক্রিয়া নেই।’

অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘বেগম রওশন এরশাদ হচ্ছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, আমরা তাকে শ্রদ্ধা করি। সে কারণেই তাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তার দলীয় বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। প্রধান পৃষ্ঠপোষক পদটি হচ্ছে অলংকারিক পদ। এই পদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। যারা দলের সঙ্গে নেই, পদ-পদবি নেই তাদের কথার গুরুত্ব আছে বলে মনে করি না। দলের কোন বিষয়ে কিছু বলার সুযোগ নেই প্রধান পৃষ্ঠপোষকের।’

বিজ্ঞাপন

মুজিবুল হক চুন্নু এ সময় আরও বলেন, ‘আমাদের দলের প্রেসিডিয়াম ও নির্বাহী কমিটির মিটিং ডাকা হবে, সেখানে বিশ্লেষণ করা হবে আমাদের রাজনীতি ও নির্বাচন নিয়ে। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম, নির্বাহী কমিটি, জেলা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাপা চেয়ারম্যান জি এম কাদের টপ নিউজ মহাসচিব মুজিবুল হক চুন্নু

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর