পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১৪:১১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৫:৩৮
২৮ জানুয়ারি ২০২৪ ১৪:১১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৫:৩৮
লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রফিউল ইসলাম টুকলু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) ভোর ৪টায় উপজেলার আঙ্গোর পোতা সীমান্তে বিওপি সীমান্তের ১ নং মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
নিহত রফিউল ইসলাম টুকলু পাটগ্রামের বঙ্গের বাজার এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি চোরাকারবারীর সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে আঙ্গুর পোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফ’র একটি টহল দলের গুলিতে নিহত হয় রফিউল। পরে বিএসএফ’র সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে কোনো পতাকা বৈঠকের খবর এখনো পাওয়ানি।
সারাবাংলা/এআর/এনএস