চট্টগ্রামে ছুরিকাঘাতে সিএনজি চালক খুন
২৮ জানুয়ারি ২০২৪ ০৮:২১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১০:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশা চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মো. বেলালের বয়স আনুমানিক ৩২ বছর। ঝাউতলা এলাকার বাসিন্দা বেলাল পেশায় সিএনজি অটোরিকশা চালক বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘সংঘবদ্ধ একটি গ্রুপের হামলায় বেলাল গুরুতর আহত হয়। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। আহত বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয়রা জানান, হামলাকারীরা ঝাউতলা এলাকার এক আওয়ামী লীগ নেতার অনুসারী হিসেবে পরিচিত, যিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর। অনুসারীদের মধ্য দু’গ্রুপের বিরোধে বেলালের ওপর হামলার ঘটনা ঘটে।
ওসি নেয়ামত উল্লাহ বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, সেটা আমরা এখনো নিশ্চিত নয়। হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেফতারের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
সারাবাংলা/আরডি/এনএস