Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ড্রাম ট্রাকের চাপায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১০:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরার লেক পাড়ে ড্রাম ট্রাকের চাপায় এনামুল হক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টর লেক ড্রাইভ রোডে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় এনামুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এনামুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। বাবার নাম আশরাফ আলী। বর্তমানে তিনি উত্তরা লেকপাড় এলাকায় থাকতেন।

উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার কিশোর কুমার সাগর জানান, ১৫ দিন যাবৎ সেখানে লেবার হিসেবে কাজ করে আসছিলেন এনামুল। রাত দেড়টার দিকে লেক পাড়ে প্রকল্পের কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক পিছনের দিকে চালানোর সময় সেই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় এনামুল। দেখতে পেয়ে আহত এনামুলকে স্থানীয় হাইকেয়ার হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর