তাসকিনকে নিয়ে নতুন শঙ্কা
২৮ জানুয়ারি ২০২৪ ০৯:০৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১২:৫১
ছোট ক্যারিয়ারে বহুবার ইনজুরি ভুগিয়েছে তাকে। তাসকিন আহমেদের যেকোনো ইনজুরিই তাই বেশ দুশ্চিন্তায় ফেলে বাংলাদেশকে। গতকাল বিপিএলের ম্যাচে আবারও চোট পেয়েছেন তাসকিন। রংপুরের বিপক্ষে ম্যাচে মাত্র দুই ওভার বল করার পর আর বোলিংয়ে দেখা যায়নি তাকে, করেননি ব্যাটিংও। তবে ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম জানিয়েছেন, তাসকিনকে নিয়ে শঙ্কার কিছু নেই। পরের ম্যাচেই তাসকিনের ফেরার আশা শরিফুলের।
বিশ্বকাপে কিছুটা চোট নিয়ে খেলেছিলেন তিনি। বিশ্বকাপে পর ইনজুরির কারণে ঘরে ও নিউজিল্যান্ডের মাটিতে সিরিজে ছিলেন না তাসকিন। সুস্থ হয়ে বিপিএলের আগে চিকিৎসকদের থেকে মাঠে নামার ছাড়পত্র পান এই পেসার। বিপিএলের শুরুর দিকে স্বাভাবিকভাবে খেললেও গতকাল রংপুরের বিপক্ষে মাত্র দুই ওভার বোলিংয়ের পর আর বল করেননি তাসকিন। এমনকি ব্যাটিংয়েও নামেননি তিনি। ম্যাচ চলার সময় পিঠের পুরনো ব্যথা অনুভব করেন তাসকিন। এজন্যই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ঢাকা।
যদিও ম্যাচ শেষে শরিফুল জানিয়েছেন, তাসকিনকে নিয়ে বড় কোনও শঙ্কা নেই, ‘তাসকিন ভাইয়ের পিঠে হালকা টান লেগেছে। সেজন্য আর বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, তিনি নিজেও চাননি। কারণ সামনে আরও অনেক খেলা বাকি। আরেকটা ওভার করলে যদি সমস্যা বেড়ে যায়, এজন্য তাকে বিশ্রামে রাখা হয়েছিল। উনি এখন ঠিক আছেন, পরের ম্যাচে দেখা যাক কি হয়।’
এখন পর্যন্ত ৩ ম্যাচে তাসকিন নিয়েছেন ৪ উইকেট। শেষ পর্যন্ত পরের ম্যাচে ফিরতে পারবেন কিনা তাসকিন, সেটা জানা যাবে আগামীকালের ম্যাচেই।
সারাবাংলা/এফএম