মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার
২৭ জানুয়ারি ২০২৪ ২৩:৫৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:১৮
ঢাকা: আলোচিত গরুর মাংস ব্যবসায়ী খলিল আহমেদকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৭ জানুয়ারি) র্যাব-৩ এর একটি দল তাকে গ্রেফতার করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে আগামীকাল বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
সারা দেশে যখন মাংসসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সিন্ডিকেটের নিয়ন্ত্রণে, তখন সবার চেয়ে কম দামে মাংস বিক্রি করে চমক সৃষ্টি করেছেন রাজধানীর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিল। আর কম দামে মাংস বিক্রি করায় হত্যার হুমকিও পান তিনি। তবে হুমকিতে আতঙ্কিত হলেও মাংসের দাম বাড়াননি খলিল।
তবে গুলি করে হত্যার হুমকিতে আতঙ্কিত হয়ে তিনি থানায় জিডি করেছেন।
জিডি’তে তিনি উল্লেখ করেন, “দু’টি নম্বর থেকে আমার কাছে ফোন আসে। কল রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে বলা হয়, তোর ছেলের জন্য ছয় বুলেট, তোর জন্য ছয় বুলেট রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলব।”
সারাবাংলা/ইউজে/এমও