Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ২০:৫৭

জয়পুরহাট: জয়পুরহাটে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সিদ্দিকীয়া কামিল মডেল মাদরাসা মাঠে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সাংবাদিক শামীম কাদিরের সমন্বয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন, সিদ্দিকীয়া কামিল মডেল মাদরাসা শিক্ষক নাজির হোসেন উপস্থিত ছিলেন।

কম্বল নিতে আসা জোসনা বেওয়া (৬৫) কম্বল পেয়ে বলেন, ‘শীতে জীবন যায় যায়। আজ রাতে ভাল ঘুম হবে।’

সাংবাদিক শামীম কাদির বলেন, ‘কনকনে ঠাণ্ডায় জয়পুরহাটের অসহায় মানুষ শীতের কম্বল পেয়ে খুশি। আসুন আমরা যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।’

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কনকনে ঠাণ্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।’

সারাবাংলা/এমও

কম্বল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর