Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিবেশনের দিন ফের কালো পতাকা মিছিল করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ১৮:৫৪

ঢাকা: আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন সারাদেশে ফের ‘কালো পতাকা মিছিল’ করবে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের সকল মহানগর, সব জেলা, সব উপজেলা-থানায়, সব পৌরসভা অর্থাৎ সব ইউনিটে কালো পতাকা মিছিল হবে। আপনারা জনগণকে নিয়ে সে দিনটিতে কালো পতাকা মিছিল করে প্রতিবাদ জানাবেন এই সরকারকে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এজেডেএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ অনেকে।

সমাবেশের পর কালো পতাকা মিছিলের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকাল সাড়ে তিনটায় কালো পতাকা মিছিল শুরু হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এই মিছিলে অংশ নেন। মিছিলটি নাইটিঙ্গেল রেস্টুরেন্ট মোড় হয়ে ফকিরাপুল, আরামবাগ মোড় হয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্বাচন বাতিলসহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে ঢাকাসহ সব মহানগরে কালো পতাকা মিছিল হয়। আগের দিন শুক্রবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি। নয়া পল্টনের মিছিলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

কালো পতাকা টপ নিউজ বিএনপি মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর