Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো: বিএনপিকে মোকাবিলায় নেতাকর্মীদের সার্বক্ষণিভাবে রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে ‘সর্তক অবস্থান’ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। দেশব্যাপী বিএনপির কালো পতাকা মিছিলের বিপরীতে নগর আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করেছে।

সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো রাজনৈতিক দলের সরকার বিরোধী আন্দোলন ও কর্মসূচি থাকতে পারে। কিন্তু সেটা যদি প্রতিহিংসাত্মক হয়ে ওঠে, তাহলে কোনোভাবেই বরদাশত করা হবে না। আওয়ামী লীগ এদেশে ভাত ও ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। এ অধিকার কেউ ভুলুণ্ঠিত করতে পারবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিএনপি ও সমমনা দলগুলোর ধ্বংসাত্মক অপরাজনীতি ও কর্মসূচি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে আমরা সবসময় প্রস্তুত আছি। জনগণের জানমালের সুরক্ষায় আমাদের নেতাকর্মীদের সার্বক্ষণিভাবে রাজপথে থাকতে হবে।’

নগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, ‘৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি এবং সমমনা দলগুলোকে প্রত্যাখ্যান করেছে। জনগণ রায় দিয়েছে, একমাত্র নির্বাচন ছাড়া আর কোনো পন্থায় ক্ষমতার বদল নয়। এদেশে অবৈধ পন্থায় যারা বারবার ক্ষমতা দখল করেছে, তারা জনগণকে জিম্মি করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশের জনগণ কিছুতেই সেই অবস্থায় ফিরে যেতে চায় না।’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য আবুল মনছুর, পেয়ার মোহাম্মদ, বখতেয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু এতে বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমও

আওয়ামী লীগ বিএনপি রাজপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর