Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৮:০৪

মার্কিন যুক্তরাষ্ট্র আবারও যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। শুক্রবার (২৬ জানুয়ারি) পেন্টাগন নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে।

ইউক্রেন সংঘাত নিয়ে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে তুমুল উত্তেজনা এবং সম্ভাব্য সশস্ত্র সংঘর্ষের আশঙ্কার মধ্যে কিছু পশ্চিমা রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র মোতায়েনের আহ্বান জানিয়েছেন। এর মধ্যে যুক্তরাজ্যে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন পরিকল্পনার খবরটি প্রকাশ হলো।

বিজ্ঞাপন

পেন্টাগনের নথির উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ১৫ বছর পর আবার যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘ স্নায়ুযুদ্ধ অবসান হওয়ায় ২০০৮ সালে যুক্তরাজ্য থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে নিয়েছিল পেন্টাগন।

নতুন প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যে মোতায়েন করা সম্ভাব্য পারমাণবিক অস্ত্রগুলো ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়ে তিনগুণ ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী বলে জানা গেছে। মার্কিন পারমাণবিক বোমা লেকেনহেথের সাফোকে রয়্যাল এয়ারফোর্স স্টেশনে স্থাপন করা হবে। এর আগে গত বছর ব্রিটিশ এই ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান এফ-১৫ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে চলতি সপ্তাহে ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স বলেছেন, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ সেনাদের প্রস্তুত থাকার জন্য ৪৫ হাজার রিজার্ভ সেনাদের যুদ্ধ প্রস্তুতি নিতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাবাংলা/আইই

টপ নিউজ ন্যাটো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া সাফোক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর