কক্সবাজারে পিকআপের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
২৭ জানুয়ারি ২০২৪ ১৪:১৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:০৪
কক্সবাজার: কক্সবাজারের রামুতে পিকআপ চাপায় ইমারী রাখাইন (৪৯) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমারী রাখাইন একই এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে আবু তাহের দেওয়ান বলেন, সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়ক লাগোয়া রামুর ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় বাড়ির ফুলের বাগানের পরিচর্যা করছিলেন। এক পর্যায়ে রামু উপজেলা সদরমুখি দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসত ভিটার ঘেরা-বেড়া ভেঙ্গে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সারাবাংলা/ইআ