টঙ্গীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা
২৬ জানুয়ারি ২০২৪ ২৩:৪৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৩:৪৯
টঙ্গী: টঙ্গীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে সাদিয়া আক্তার (২০) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার, ঢাকা জেলার দোহার থানা এলাকার আবুল বাসার বাচ্চুর মেয়ে। সাদিয়া রাজধানীর মিরপুর বাংলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের দাবি, শুক্রবার ইচ্ছের বিরুদ্ধে এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে সাদিয়ার পরিবারের সদস্যরা। বিয়ে করবে না বলে সে পরিবারকে জানিয়েছিলো। তবে শুক্রবার সন্ধ্যায় বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে ভাড়া বাসার ছয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন সাদিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
তবে এ বিষয়ে নিহত সাদিয়ার পরিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
সারাবাংলা/এমও