‘প্রতিবন্ধী শিশুদের বিকাশে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে’
২৬ জানুয়ারি ২০২৪ ২৩:২৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ২৩:৩৯
ঢাকা: দেশের প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিতভাবে তাদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দু’দিনব্যাপী এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত ঢাকা বিভাগের অধীন সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানের নিবাসী শিশুদের অংশগ্রহণে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঢাকা বিভাগের অধীন ১৩ জেলার ২৬টি আবাসিক প্রতিষ্ঠানের ১১৭১ (এক হাজার এক শত একাত্তর) জন প্রতিযোগী এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫২টি ইভেন্টে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ‘দেশব্যাপী আমাদের সমাজে যারা একটু পিছিয়ে আছে, আমাদের যারা নিরাশ্রয়, যারা সুবিধাবঞ্চিত, যারা ঝুঁকিতে আছে এবং যারা ভিন্নভাবে সক্ষম (প্রতিবন্ধী) এরকম শিশুদের সামাজিক সুরক্ষা দেওয়া ও তাদের কল্যাণ এবং তাদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।’
তিনি বলেন, ‘২০১৭ সালে সমাজসেবা অধিদপ্তরে যখন বিভাগীয় কাঠামো তৈরি হয় তখন থেকে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিবাসী শিশুরা আছে তাদের নিয়ে বিভাগীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে মাঝখানে করোনা অতিমারির কারণে দুবছর সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এবার পঞ্চমবারের মতো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রত্যেকটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। আর এবারই আটটি বিভাগের সকল বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করতে পারব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘একটি শিশুকে তার পরিপূর্ণ বিকাশের জন্য তার শারীরিক, মানসিক, আত্মিক; সমস্ত রকম বিকাশের জন্য যা কিছু প্রয়োজন তা আমরা যত ভালোভাবে দিতে পারব, ততই তাদের জন্য মঙ্গলজনক হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিকাশের পথে তাদের এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য।’
খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলী তৈরি হয় উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘এই সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার মধ্য দিয়ে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলী, একে অন্যের প্রতি সহযোগিতার মনোভাব এবং টিম বিল্ডিং মনোভাব তৈরি হয়। অর্থাৎ সেই গুণাবলীগুলো আমাদের প্রত্যেকের জীবনে অবশ্যই প্রয়োজনীয়। শিশুদের মধ্যে এসব গুণাবলী গড়ে দেবার জন্য খেলাধুলা এবং এই ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করা অত্যন্ত জরুরি, যা কিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সমাজসেবা অধিদফতর বাস্তবায়ন করছে।’
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘আমাদের যারা ভিন্নভাবে সক্ষম (প্রতিবন্ধী) শিশুরা রয়েছেন তাদের জন্যও জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এখন থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। তারাও পিছিয়ে থাকবে না। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত এবং ধারাবাহিকভাবে এসব আয়োজন করব। ইনশাআল্লাহ।’
শিশুদের উদ্দেশে ডা. দীপু মনি বলেন, ‘জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের যে দেশ মা আছেন অর্থাৎ দেশ মাতৃকা, আমাদের সেই মাকে ভালোবেসে আমরা যেন আমাদের এই দেশটাকে উন্নত করি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যেমনি আমাদের শিখতে হবে, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকেও আমাদের শিখতে হবে।’
জাতির পিতার জীবনের ত্যাগ, সংগ্রাম, আদর্শ যেন আমরা বুঝতে পারি, আত্মস্থ করতে পারি এবং সেটি শেখার মধ্য দিয়ে যেন আমরা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, বলেন ডা. দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা মঞ্চে উপস্থিত ছিলেন।
পরে শিশুদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী এবং কয়েকটি খেলা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
আগামীকাল (২৭ জানুয়ারি) ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্নের পর বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতা সমাপ্ত হবে।
সারাবাংলা/কেআইএফ/এমও