লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়ছেন ক্লপ
২৬ জানুয়ারি ২০২৪ ২০:২৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ২০:৩১
প্রিমিয়ার লিগে শীর্ষে আছে তারা। সব টুর্নামেন্টেই বেশ ভালোই খেলছে লিভারপুল। এই সময় এমন খবর আসবে, সেটা হয়তো লিভারপুল সমর্থকরা কল্পনাতেও ভাবেননি। লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ জানিয়েছেন, এই মৌসুম শেষেই ক্লাবের কোচের দায়িত্ব ছাড়ছেন তিনি।
২০১৫ সালে লিভারপুলের কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন ক্লপ। দীর্ঘ ৯ বছরে দলকে জিতিয়েছেন বহু ট্রফি। ২০১৯ সালে তার অধীনেই লিভারপুল জিতেছে বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগ। পরের বছরেই প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে অল রেডরা। এছাড়াও এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার লিগ, ক্লাব বিশ্বকাপ জিতেছে ক্লপের লিভারপুল।
এই মৌসুমেও দুর্দান্ত খেলে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে শীর্ষে আছে লিভারপুল। এর মাঝেই ক্লপ জানালেন, ক্লান্তির কারণে এই মৌসুমের শেষেই দলের দায়িত্ব ছাড়ছেন তিনি, ‘আমি জানি এই মুহূর্তে অনেকেই অবাক হবেন আমার কথায়। তবে আমি সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমি এই ক্লাবকে ভালোবাসি, শহরকে ভালোবাসি, সমর্থকদের ভালোবাসি। আমি সবকিছুই ভালোবাসি। কিন্তু সবকিছুর পরেও আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হচ্ছে। আমার শক্তি শেষ হয়ে এসেছে। এই মুহূর্তে আমার সমস্যা নেই, কিন্তু একটা পর্যায়ে এটা করতেই হতো। এই একই চাকরি আমি বারবার করতে পারব না।’
তাহলে কি কোচের দায়িত্বে আর দেখা যাবে না ক্লপকে? ক্লপ দিলেন সেরকম আভাসই, ‘আমাকে যদি বলেন আর কখনো কোচিং করব কিনা, তাহলে আমার উত্তর হবে ‘না’। তবে এটা নিশ্চিতভাবে বলার উপায় নেই কারণ এই অবস্থায় আগে পরিনি। তবে এটা নিশ্চিত আমি ইংল্যান্ডে লিভারপুল বাদে অন্য কোনও ক্লাবের কোচ হতে পারব না। এটা অসম্ভব। আমি অন্য কোনও কাজ খুজে নেব, কিন্তু আগামী কয়েক বছরে কোচিং করাবো না। সিদ্ধান্তটা খুব কঠিন হলেও এটাই সঠিক সিদ্ধান্ত। আমাকে জীবনের অন্য মানে খুঁজে নিতে হবে।’
সারাবাংলা/এফএম