মাছবাজারে ঢুকে পড়া প্রাইভেট কারের চাপায় ২ ব্যবসায়ীর মৃত্যু
২৬ জানুয়ারি ২০২৪ ২০:০৬
গাইবান্ধা: গোবিগঞ্জের ধর্মপুর বাজারে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ায় ২ জন মাছ ব্যবসায়ী নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধর্মপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের হরেন চন্দ্র দাস (৫৫) ও একই গ্রামের প্রতাপ চন্দ্র দাস (৩৫)। তারা ধর্মপুর মাছবাজারে রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছিলেন।
দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আহতদের বগুড়ার শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান একটি প্রাইভেট কার (ঢাকা মোট্রে-ব ২১-১৭০২) দ্রুতগতিতে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মাছবাজারে ঢুকে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেটকারটি পুলিশের সোর্পদ করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলাম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে। প্রাইভেট কারটি থানায় রাখা হয়েছে।
সারাবাংলা/এমও