Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশু-পাখির চিকিৎসা অনলাইনেই

মো. তাওহীদ কবির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৪ ১৯:০২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১২:৪৪

গাজীপুর: ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে অনলাইন বা টেলিমেডিসিন সার্ভিসে মানুষের চিকিৎসা নেওয়ার একাধিক প্ল্যাটফর্ম চালু রয়েছে। ঘরে বসেই সেখানে মিলছে ডাক্তারি পরামর্শ, প্রেসক্রিপশন এমনকি ওষুধ কেনার ব্যবস্থাও। মানুষ তো চিকিৎসা পাচ্ছে, পশু-পাখি কেন বাদ থাকবে? আছে সুখবর। মানুষের মতো অনলাইনে বিড়াল-কুকুর-পাখিসহ পোষা প্রাণীর চিকিৎসা মিলছে।

পশু-পাখির চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রয়েছে ‘Pets Doctor Online’ নামে একটি পেজ। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে চিকিৎসা ফি পরিশোধ করে এখান থেকে নেওয়া যাবে জরুরি চিকিৎসা। এরকম অভিনব কার্যক্রম চালু করেছেন গাজীপুরের ভেটেনারি চিকিৎসক শাফিনুল ইসলাম।

বিজ্ঞাপন

অনলাইনেই তিনি প্রতিদিন অন্তত অর্ধশত প্রাণীর চিকিৎসা দেন। পাশাপাশি গাজীপুরে নিজস্ব চেম্বারেও নিয়মিত রোগী দেখেন তিনি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশাগত জীবনে প্রবেশ করেন শাফিনুল ইসলাম।

অনলাইনে চিকিৎসা কার্যক্রম শুরুর বিষয়ে ডা. শাফিনুল ইসলাম জানান, করোনাকালে তিনি টেলিমেডিসিন বিষয়ে রিসার্চ শুরু করেন। সে সময় শাফিনুল ইসলামের আত্মীয়-স্বজন ফোনে প্রাণীর শারীরিক সমস্যা নিয়ে পরামর্শ চাইতেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্যোগ নেন অনলাইন প্ল্যাটফর্ম চালুর।

কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে শাফিনুল ইসলাম বলেন, ‘শহরে পশু-পাখির চিকিৎসা দিতে পর্যাপ্ত চিকিৎসক রয়েছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এই সুযোগ নেই বললেই চলে। তবে সাইবার দুনিয়ার বদৌলতে গ্রাম থেকেও যে কেউ পশু-পাখির স্বাস্থ্যগত সমস্যা জানিয়ে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। উদ্দেশ্য হলো মানুষের পাশাপাশি পোষা প্রাণীর উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা।’

বিজ্ঞাপন

শুধু পোষা প্রাণীই নয় পথেঘাটে উদ্ধার হওয়া প্রাণীদের ব্যাপারেও সহানুভূতি শাফিনুল ইসলাম। যদি কোনো প্রাণী পথঘাট থেকে উদ্ধার করা হয়েছে এমন তথ্য আমি পাই সেক্ষেত্রে স্বল্প খরচে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকি। তবে উদ্ধার হওয়া প্রাণীর চিকিৎসা দেওয়ার জন্য আর্থিক সক্ষমতা সম্পন্ন কেউ না থাকলে আমি বিনামূল্যে চিকিৎসা দিই।’

এক্ষেত্রে বিরূপ অভিজ্ঞতার কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘অনেকে মিথ্যা তথ্য দিয়ে বিনামূল্যে সেবা নিতে চান। যার ফলে প্রায়শও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।’

চিকিৎসা সেবা ঢাকার বাইরেও: ঢাকার উত্তরা ছাড়াও পশু-পাখির জন্য Pets Doctor Online কার্যক্রম শুরু করেছে গাজীপুর, নোয়াখালীর বেগমগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, মীরসরাই, টাঙ্গাইলের সখিপুর, পাবনা ও জামালপুরে।

অনলাইন চিকিৎসা কার্যক্রমের উদ্যোক্তা শাফিনুল ইসলাম বলেন, ‘আমাদের তালিকাভুক্ত ভেটেরিনারিয়ান রয়েছে। ঢাকা কিংবা গাজীপুরের বাইরেও অনলাইনে চিকিৎসা নেওয়া যাবে। সেক্ষেত্রে রোগীর চিকিৎসা ফি ৩০০ টাকা। নির্দিষ্ট এলাকায় হোম ভিজিট ফি ১০০০ টাকা।’

যেভাবে নিতে হবে চিকিৎসা: প্রথমে হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে হবে। এরপর বিকাশ নম্বরে (01521333979) এ নির্ধারিত ৩০০ টাকা ফি সেন্ড মানি পাঠাতে হবে। এতেই রোগীর সিরিয়াল তৈরি হবে।

একজন ডাক্তার কল করবেন, রোগীর সমস্যা শুনবেন। প্রয়োজনে অনলাইনেই রোগীর কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করিয়ে নেবেন, ছবি কিংবা ভিডিও চাইতে পারেন ।

ডাক্তার আপনার সঙ্গে কথা শেষ করে মোট ৩ জন ডাক্তারের মতামত এর ভিত্তিতে রোগ নির্ণয় ও রোগ নিরাময় নিয়ে সম্মিলিত পরামর্শের মাধ্যমে প্রেসক্রিপশন দেবে।

রোগের চিকিৎসা চলাকালে রোগীর লক্ষণের পরিবর্তন হলে সেই অনুযায়ী বিনামূল্যে প্রেসক্রিপশন আপডেট করে দেওয়া হবে।

অনলাইন সেবার বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডা. শাফিনুল ইসলাম বলেন, ‘আমি অনলাইনে চিকিৎসার বিস্তৃত প্লাটফর্ম গড়ে তুলতে চাই। কোনো একদিন সারা বাংলাদেশে অনলাইনে সেবা ছড়িয়ে যাবে সেটিই আমার আশা।’

তিনি বলেন, ‘চিকিৎসা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার। মানুষ হোক কিংবা পশু-পাখি হোক এই সুযোগ সবারই পাওয়া উচিত। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।’

সারাবাংলা/একে

অনলাইন টেলিমেডিসিন পশু পাখি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর