Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় উপহার পাওয়া দুম্বার মাংস বিতরণে অনিয়মের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৪ ১৮:২০

খুলনা: খুলনার রূপসায় এতিম ও দুঃস্থদের জন্য সৌদি আরবের উপহার হিসে আসা দুম্বার মাংস বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। যে কারণে সাধারণ মানুষের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত বছরের মতো এবারও সরকারিভাবে গত ২৩ জানুয়ারি এতিম ও দুঃস্থদের জন্য ১৪ কার্টুন দুম্বার মাংস উপজেলায় আসে। এতিম ও দুঃস্থদের মাঝে বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও তা সঠিকভাবে বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দের নামে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

উপজেলায় শতাধিক মাদরাসা থাকলেও তার মধ্যে মাত্র ২৮টি প্রতিষ্ঠানকে দুম্বার মাংস দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তালিকায় উপজেলা মডেল মসজিদের নাম থাকলেও বিষয়টি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কেউ জানেন না। মডেল মসজিদের নামে দুম্বার মাংস কাকে দেওয়া হয়েছে বা কে নিয়েছে তাও রয়েছে অজানা!

উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ফুহাদ উদ্দিন বলেন, ‘সৌদির দুম্বার মাংসের বিষয়ে আমাদের জানানো হয়নি। আমরা এ বিষয়ে কিছুই জানি না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান অনিয়মের বিষয়ে জানান, দ্রুত সময়ের ভিতরে বণ্টন করা হয়েছে। কোন অনিয়ম হয়ে থাকলে পরবর্তী বছরে যাচাইবাছাই করে সঠিকভাবে দেয়া হবে।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানান, দুম্বার মাংস বিতরণে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

অনিয়মের অভিযোগ দুম্বার মাংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর