সিগারেটের প্যাকেটে পাচার হচ্ছিল সোনা
২৬ জানুয়ারি ২০২৪ ১৪:০৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১৭:২৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। একটি সিগারেটের প্যাকেট থেকে উদ্ধার সোনার বারগুলোর ওজন ১ কেজি ৬৩১ গ্রাম বলে জানা গেছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে এনএসআইয়ের সহযোগিতায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের একটি যৌথ অভিযানে বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্টের উপরে পরিত্যক্ত অবস্থায় এক প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।
পরে প্যাকেটটি বিমানবন্দরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হলে এতে বিশেষ কায়দায় সিলভার কালারের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ পিস সোনার বার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সোনাগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্স জি-৯-৫২৬’এ করে বিমানবন্দরে এসেছে।
তিনি আরও জানান, সোনার বারগুলোর ওজন ১ কেজি ৬৩১ গ্রাম। এ বিষয়ে আইনগত কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/আইসি/এনএস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর টপ নিউজ সোনা পাচার