Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীব্র শীতে কাবু কুড়িগ্রামবাসী, তাপমাত্রা নামলো ৬.৮ ডিগ্রিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৪ ১৩:০৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১৬:৪৫

কুড়িগ্রাম: মাঘের শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রাম। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা ও শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢেঁকে গেছে গোটা জনপদ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে কষ্টের মধ্যে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমরসহ ১৬টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। ঠান্ডা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন মানুষ।

বিজ্ঞাপন

ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। এ পরিস্থিতিতে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও সর্দি-কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার মাধ্যমিক, নিম্নমাধ্যমি ও প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৮১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সদরের যাত্রাপুর ইউনিয়নের পাহের উদ্দিন বলেন, ‘২২ দিন থাকি (ধরে) ঠান্ডা, কাজ-কামাই নাই। আমরা যারা দিন করি দিন খাই, আমারগুলার (আমাদের) সমস্যা হইছে (হয়েছে)।’

ওই এলাকার মোক্তার আলী নামের এক শ্রমিক বলেন, ‘সকালে যখন বোরো ধানের বীজতলায় কাজ করি, তখন হাত-পা বরফ হয়ে যায়। অনেকদিন থাকি (থেকে) ঠান্ডায় অবস্থা খারাপ।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি জুড়েই তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের ২৮ তারিখের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেডআই/এনএস

কুড়িগ্রাম

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর