Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভূমি ব্যবস্থাপনা স্মার্ট প্রযুক্তির আওতায় আনা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ২২:৫২

খুলনা: ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি ব্যবস্থাপনাকে স্মার্ট প্রযুক্তির আওতায় আনা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণকে ভূমি সেবা দিতে হবে। খুলনা থেকেই স্মার্ট ভূমি ব্যবস্থাপনার যাত্রা শুরু হবে। দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে শিল্পপতি ও ধনিকশ্রেণি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য লবিং গ্রপিং চালায়। পরে তারাই ডোনেশনের নামে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বাণিজ্য করে থাকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, উপজেলার সব পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে হবে। সব দফতরের কর্মকর্তা কর্মচারীদের সেবক হয়ে আন্তরিকতার সঙ্গে জনগনের সেবা দিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত দুর্নীতিতে জিরো ট্রলারেন্স সব দফতরে বাস্তবায়ন করতে হবে।’

ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ আবু দাউদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সরদার মনিরুল ইসলাম, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

ভূমি ব্যবস্থাপনা স্মার্ট প্রযুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর