Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নীতিনির্ধারকরা চাইলে ৬৪৮ এমপির বিষয়টি স্পষ্ট করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ১৫:৩১

ফাইল ছবি: আনিসুল হক

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এবার সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর একাদশ এবং দ্বাদশ সংসদ সদস্যদের সংখ্যা নিয়ে নানা মন্তব্য শুরু হয়েছে। নীতিনির্ধারকরা চাইলে ৬৪৮ জন সংসদ সদস্য বহাল থাকা নিয়ে সংবিধানের বিষয়টি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী।

বিজ্ঞাপন

আনিসুল হক বলেন, ‘৬৪৮ এমপি বহাল থাকার বিষয়ে স্পষ্ট প্রয়োজন আছে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন নীতিনির্ধারকরা। এখন যা চলছে তা সাংবিধানিক নিয়ম অনুসারেই চলছে। সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে ১২৩, ১৪৮ ধারা সংযোজন করে সংসদ সদস্যদের বিষয় পরিষ্কার করা হয়েছে।’

এর আগে, সৌদি আরব রাষ্ট্রদূতের সঙ্গে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং আইনি সহায়তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দুই দেশ এক হয়ে কাজ করবে বলে জানান আইনমন্ত্রী।

সারাবাংলা/জেআর/এনএস

৬৪৮ এমপি আইনমন্ত্রী আনিসুল হক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর