Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ু দূষণ ২৫০ এর উপরে গেলে অ্যালার্ট জারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ১৫:২৬

ঢাকা: বৈশ্বিক বায়ু দূষণ সূচকে প্রথমদিকে থাকা ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। বায়ু দূষণ মান ২৫০ এর উপরে গেলে অ্যালার্ট জারি করার ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ঘোষণা দেন। তবে কবে থেকে ও কীভাবে এই অ্যালার্ট জারি হবে তা নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘আন্ত:সীমান্ত কারণের পাশাপাশি আভ্যন্তরীণ নানা কারণে বায়ু দূষণ ঘটছে। টানা কয়েক বছর ধরে আমরা তীব্র মাত্রার বায়ু দূষণ দেখছি। বৈশ্বিক নানা সূচকে ঢাকা সবসময় এক, দুই বা তিনে থাকছে। ঢাকার বায়ু দূষণ মান ২৫০ এর উপরে গেলে আমরা অ্যালার্ট চালু করব। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা চলছে।’

সংবাদ সম্মেলনে দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনায় তিনটি দিক উল্লেখ করা হয়। সেগুলো হলো-

১. বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং কৃষিজমি রক্ষায় সরকারি নির্মাণে ১০০ ভাগ ব্লক ব্যবহারের রোডম্যাপ অনুমোদন। মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের মধ্যে এটি করার কথা থাকলেও ২০২৮ সালের মধ্যে এটি কার্যকর হবে। এর মধ্যে আমাদের চলমান উন্নয়ন কর্মকান্ড যেন বাধাগ্রস্ত না হয় তা লক্ষ্য রাখা হবে ও বাজার ব্যবস্থাপনার সমন্বয় করা হবে।’

২. বায়ুদূষণের প্রতিটি উৎস থেকে সৃষ্ট দূষণ মোকাবেলায় ন্যুনতম একটি করে কার্যক্রম গ্রহণ।

৩. বায়ুদূষণ রোধে দেশব্যাপী ন্যুনতম ৫০০ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা। বাকি ইটভাটা এখনই বন্ধ না করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রতি বছর ২৫০ কোটি সনাতন পদ্ধতির ইট উৎপাদন হচ্ছে আর ব্লক ইট হচ্ছে ৩০০ কোটি। সনাতন পদ্ধতির ইট হুট করে বন্ধ করে দিলে যেন ব্লক ইটের দাম না বেড়ে বাজার অস্থির হয় তাই আস্তে আস্তে এগুলো বন্ধ করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/ইআ

টপ নিউজ পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বায়ু দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর