পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার
২৫ জানুয়ারি ২০২৪ ১৪:১৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ১৪:১৭
মানিকগঞ্জ: অবশেষে উদ্ধার হয়েছে পাটুরিয়ায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি। বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ফেরিটিকে পাড়ে ভিড়িয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ফেরি উদ্ধারের পাশাপাশি ডুবে যাওয়া নয়টি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ কে এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ তরিখ সকালে পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে এসে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় রজনীগন্ধা। এ সময় ফেরিতে থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। ঐদিন থেকে ফেরি উদ্ধার তৎপরতায় উদ্ধারকারী জাহাজ হামজা, রুস্তম এবং প্রত্যয় উদ্ধার তৎপরতায় নামে। তাছাড়া উদ্ধার তৎপরতায় কাজ করেছে নৌবাহিনী,বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবির নিহত হন। ফেরি ডুবির ছয়দিন পর দুর্ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সারাবাংলা/এনইউ