চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
২৫ জানুয়ারি ২০২৪ ১০:৫৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ১১:১৬
দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম গোলাম রব্বানী (১৯)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিরামপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম মনোয়ার হোসেনের ছেলে। নিহতের ফুফাতো ভাই রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে রাকিবুল ইসলাম রনি বলেন, রব্বানী জয়পুরহাট কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বাড়িতে আসার সময় জয়পুরহাটে ভুল করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। বিরামপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন না দাঁড়ালে রব্বানী ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় প্লাটফর্মের নিচে পড়ে যায়। এতে তার দেহ থেঁতলে যায়। পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ট্রেন দুর্ঘটনায় নিহত তরুণের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
সারাবাংলা/এসআর/এনএস