Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত কৃষক মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ১৯:৫৭

বগুড়া: জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক কৃষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন করেছেন। আনারুল ইসলাম (৫০) নামের শিবগঞ্জ উপজেলার এই ‍কৃষক দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে টিএমএসএস কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের দুই নারীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- চৌকিদার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মাসুমের স্ত্রী রুমা বেগম (২৪)। এর আগে, গত ২২ জানুয়ারি সকালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আনারুল ইসলামসহ তিন জন আহত হন।

বিজ্ঞাপন

আনারুলের ভাতিজি মুক্তা বেগম বলেন, ‘চাচাদের সঙ্গে একই গ্রামের প্রতিবেশি আখের কাজী ছেলে চৌকিদার আবু বক্কর সিদ্দিক ও তার ছেলে রহিম, করিম এবং মোশারফ হোসেনের ছেলে মাসুম, আবু তালেব, রেজাউলদের সঙ্গে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত ২২ জানুয়ারি সকালে প্রতিপক্ষের লোকজন হঠাৎ লাঠি-শোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় আমার চাচাসহ চাচাতো ভাইয়েরা তাদের বাধা দিলে তারা হামলা চালায়। এতে আমার চাচা আনারুল ইসলামসহ তিন জন আহত হন।’

তিনি আরও বলেন, ‘পরে আমার চাচাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় আমার চাচা মারা যান। তার চাচাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।’

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

মৃত্যু লাঠির আঘাত শিবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর