Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৪ ১৬:৪৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:৫৬

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোচালক হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ডের আদেশ ও ৩৯৪ ধারায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। এছাড়া মামলার অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- রুবেল ইসলাম নয়ন, মোহাম্মদ রাজেল, আকরাম মোল্লা ও হাসান শেখ। এছাড়া এই মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

অপরদিকে, তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিহত আশরাফুল ইসলাম সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। পরে রাত ৮ টার দিকে নিহতের বাবা মো. রফিকুল ইসলামের কাছে খবর আসে তার ছেলে আশরাফুলকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ অপরাপর আসামিরা ছিনতাইয়ের উদ্দেশে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

নিহতের বাবা রফিকুল ইসলাম পরের দিন ৩০ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ লৌহজং থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। পরে এ ঘটনায় ৯ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দেন এবং মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। দীর্ঘ তিন বছরের বেশি সময় সার্বিক বিচারকাজ শেষে আদালত আজ এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁশুলি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু জানান, রায়ে রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছে।

সারাবাংলা/এমও

অটোচালক হত্যা অটোরিকশা চালক মুন্সীগঞ্জ মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর