Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দখলদারের’ হামলায় দুই বনকর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ২২:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে দখলদারদের হামলায় বন বিভাগের দুইজন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইকোপার্কের জুনিয়র ওয়াইল্ড লাইফ অফিসার বিসু কুমার দাস ও অফিস সহকারী মো. আশিক।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ইকোপার্কের ইনচার্জ ইসমাইল হকের নেতৃত্বে বন বিভাগের একটি দল দুপুর ১২টার দিকে পার্কের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান চালায় এবং দখলদারদের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।’

তিনি বলেন, ‘অভিযান শেষে অফিসে ফেরার সময় একদল দখলদার কাঠের লাঠি দিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। আমরা এ বিষয়ে স্থানীয় পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘হামলার ব্যাপারে শুনেছি। অভিযানে আমাদের পুলিশ সদস্যরাও ছিল। তবে তারা আহত হননি। ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’

সারাবাংলা/আইসি/একে

আহত ইকোপার্ক বনরক্ষী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর