Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ২১:২২

খুলনা: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাদেকুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় পলাশ (৩৪) নামে আরও এক যুবক আহত হন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত্রি পৌনে ৭টার দিকে মহানগরীর ময়লাপোতাস্থ আহছানউল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত রানা সোনাডাঙ্গা থানার দেবেন বাবু রোড এলাকার শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। আহত পলাশ শের-ই-বাংলা রোডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আহছানউল্লা কলেজের সামনে দুর্বৃত্তরা ওই দু’জনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা দু’জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান ওরফে বিহারী রানাকে মৃত ঘোষণা করেন। রানার পেটের বাম পাশে এবং গলা ও বাম কানের নিচে মোট তিনটি গুলি লেগেছে। আহত পলাশ খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

খুলনা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/পিটিএম

খুলনা গুলিবিদ্ধ টপ নিউজ নিহত যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর