গুলিস্তানে বাস চাপায় ব্যবসায়ী নিহত
২৩ জানুয়ারি ২০২৪ ১৮:৫১
ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাস চাপায় ইউনুস শিকদার (৪৯) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ইউনুস শিকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ইউনুসকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, বিকেলে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর পরিবহনের একটি বাস ওই ব্যক্তিকে চাপা দেয়। দেখতে পেয়ে বাসের নিচ থেকে তাকে বের করে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত ইউনুসের ছোট ভাই কিতাবুল শিকদার। তিনি জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর গ্রামে। বাবার নাম কমল শিকদার। গ্রামে ইউনুসের জামাকাপড়ের দোকান রয়েছে। নিয়মিত তিনি গ্রাম থেকে ঢাকায় আসতেন গুলিস্তান এলাকায় জামা কাপড় কেনার জন্য। আজ বিকেলে ফোনে এই দুর্ঘটনার খবর পান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলিস্তান থেকে আহত অবস্থায় পথচারীরা হাসপাতালে ভর্তি করে ওই ব্যক্তিকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পথচারীরা জানান, বাস চাপায় আহত হয়েছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি বংশাল থানায় জানানো হয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনএস