Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভেবেছিলাম ভাইকে জীবিত নিয়ে বাড়ি ফিরব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২০:০৮

ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির, ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ: ‘ভেবেছিলাম ভাইকে জীবিত নিয়ে বাড়ি ফিরব। যার জন্য সব কিছু ছেড়ে টানা ছয় দিন পাটুরিয়া ঘাটের পদ্মার পাড়ে অপেক্ষা করেছিলাম। কিন্তু একের পর একটি করে দিন চলে যাওয়ায় ভাইকে জীবিত পাওয়ার আশা ভরসা সবই যেন হারিয়ে যায়। ছয় দিন অপেক্ষার পর ভাইটিকে ফিরে পেয়েছি ঠিকই, কিন্ত মৃত। ফেরি ডুবির সময় আমার ভাই নিজের জীবন দিয়ে আটকে পড়া সব মানুষকে বের করে দিতে পারলেও নিজে বের পারলেন না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মোবাইলে যোগাযোগ করা হলে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন রফিকুল ইসলাম শাওন। তিনি পাটুরিয়ায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির মৃত সেকেন্ড ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের ছোট ভাই।

শাওন আরও বলেন, ‘ফেরি ডুবির ঘটনায় বড় ভাইয়ের নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর এক মুহূর্তও দেরি না করে সোজা চলে আসি পাটুরিয়া ঘাটে। তখনো বিশ্বাস হয়নি ভাই নিখোঁজ হয়েছে। এক বুক আশা নিয়ে পাটুরিয়া ঘাটে ছয় দিন অপেক্ষায় ছিলাম ভাইকে হয়তো জীবিত অবস্থায় ফিরে পাব। কিন্তু পেলাম না। লাশ নিয়েই বাড়ি ফিরতে হলো।’

তিনি বলেন, ‘সকালে ভাইয়ের লাশ নিয়ে গ্রামের বাড়ি পৌঁছানো মাত্রই ভাইয়ের দুই মেয়ে, ছেলে, স্ত্রী ও আমাদের পরিবারের সদস্যদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। ভাতিজা -ভাতিজিদে শান্তনা দেওয়ার ভাষা আমার ছিল না। ওদের শুধু বলেছি তোদের বাবাকে জীবিত অবস্থায় আনতে পারলাম না।’

মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন হয় বলে শাওন জানিয়েছেন।

মৃত হুমায়ুন কবির তিন ভাই তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার বড় মেয়ে কামরুন নাহার এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী, ছোট মেয়ে নুরে জান্নাত দশম শ্রেণি এবং একমাত্র ছোট ছেলে ইয়াসিন আরাফাত পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করছে।

এর আগে, সোমবার (২২ জানুয়ারি) বিকেলে দুর্ঘটনাস্থল পাটুরিয়া ঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার অদুরে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর পদ্মার বুকে ভেসে ওঠা হুমায়ুন কবিরের নিথর দেহ উদ্ধার করা হয়। শাওন সোমবার রাতেই ভাইয়ের লাশ নিয়ে গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা এলাকায় রওনা হন।

বিজ্ঞাপন

এদিকে ফেরি ডুবির সপ্তম দিনে এ পর্যন্ত সাতটি টাক উদ্ধার করা হয়েছে। তবে পদ্মায় নিমজ্জিত ফেরি রজনীগন্ধা উদ্ধারে প্রত্যয়সহ চারটি জাহাজ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি অঞ্চলের ডিজিএম খালেদ নেওয়াজ। তবে উদ্ধার তৎপরতায় গতি নেই।

সারাবাংলা/আরএ/এনএস

ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির টপ নিউজ পাটুরিয়া ঘাট পাটুরিয়ায় ফেরি ডুবি মানিকগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর