Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ১৫:৪৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:৫৬

ঝিনাইদহ: মহেশপুরে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পান্তাপাড়া গ্রামের কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।

স্থানীয়রা জানায়, সিএনজিযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যান।

এসময় আহত হয় আরও ৪ জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহক একজনকে যশোর রেফার্ড করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

সারাবাংলা/এমও

ঝিনাইদহ ট্রাক-সিএনজি নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর