ময়মনসিংহে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু
২৩ জানুয়ারি ২০২৪ ১২:৫৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:১৮
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, পিকআপ চালক হালুয়াঘাটের ঘোষবেড় গ্রামের কামরুল ইসলাম (২২), সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের মিজানুর রহমান (৪৮)।
তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, মঙ্গলাবার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের সরকারি হাসপাতালের সামনে ফুলপুরগামী আলুবোঝাই একটি ট্রাক ও ময়মনসিংহগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক কামরুল মিয়ার মৃত্যু হয়।
এসময় পিকআপের আরও ২ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন, বলে জানান ওসি।
সারাবাংলা/এমও