Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা আজ ৬.৬ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ১২:১৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১২:২৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় টানা ৪৫ দিন নিম্ন তাপমাত্রা আর এলোমেলো ঠাণ্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত। এরইমধ্যে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রর্তা ছিল ৯৭ শতাংশ।

এর আগে, এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আদ্রর্তা ছিল ৯৬ শতাংশ। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

প্রচণ্ড শীত মোকাবিলায় দুঃস্থদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল বিতরণ অব্যাহত থাকলেও তা এই জেলার জন্য অপ্রতুল। প্রশাসনের সহায়তার তালিকায় দিনমজুর এবং ছিন্নমূল মানুষ ঠাঁই পাচ্ছে না। গতানুগতিকভাবে আগের মতোই জেলার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের মধ্যে বিতরণ কাজ সীমাবদ্ধ রাখার হচ্ছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা আগামীকাল (২৪ জানুয়ারী) কিছুটা বেড়ে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে। এদিন যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা এ বছরে জেলার ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রথম দফায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ১৭ হাজার ৬০০টি কম্বল পাওয়া যায়। সেগুলো আগেই উপজেলা ও পৌরসভা এলাকায় বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফায় সেখান থেকে কম্বল পাওয়া গেছে ৬ হাজার ৪০০টি, এগুলো উপজেলা ও পৌরসভায় বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া ১৫ কেজি ওজনের ৪০০টি প্যাকেট সম্বলিত শুকনো খাবার ৪০০ জনকে বিতরণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। শীতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। শীতে এ জেলায় স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা শীতে বিপর্যস্ত সর্বনিম্ন তাপমাত্রা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর