বিপিএল খেলতে ঢাকায় বাবর-রিজওয়ান
২৩ জানুয়ারি ২০২৪ ১০:০৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৪:০৯
সাত দলের লড়াইয়ে এরই মাঝে জমে উঠেছে বিপিএলের দশম আসর। দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিরাও মাতাচ্ছেন বিপিএল। এবার আসর মাতাতে ঢাকায় পা রাখলেন দুই পাকিস্তান ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
ছাড়পত্র না পাওয়ায় বিপিএলে খেলতে পারছেন না ফাখার জামান, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদরা। মোহাম্মদ হারিস তো বাংলাদেশে চলেও এসেছিলেন টুর্নামেন্ট শুরুর আগেই। তবে ছাড়পত্র না পেয়ে আবার দেশে ফিরতে হয়েছে তাকে। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মাঝে বাবর-রিজওয়ানকে বিপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে পিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকায় টুর্নামেন্টের শুরু থেকে দলের সাথে যোগ দিতে পারেননি বাবর-রিজওয়ান। সিরিজ শেষ করেই বিপিএল খেলার জন্য উড়ে এসেছেন তারা। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গতকাল রাতে ঢাকায় পা রেখেছেন তারা।
বাবর খেলবেন সাকিবের দল রংপুরের হয়ে। রিজওয়ান খেলবেন কুমিল্লার হয়ে। এই দুইজনের আগে আরও কয়েকজন পাকিস্তান ক্রিকেটার বিপিএল খেলতে এসেছেন। শোয়েব মালিক ও মোহাম্মদ ইমরান খেলছেন বরিশালের হয়ে। ফাহিম আশরাফ খেলছেন খুলনার হয়ে, সালমান ইরশাদ আছেন রংপুরে।
সারাবাংলা/এফএম