ইজতেমা নিয়ে মতবিরোধ নিরসনের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২২ জানুয়ারি ২০২৪ ২৩:১৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ০১:৫৯
গাজীপুর: গাজীপুরে প্রতিবছর আয়োজিত বিশ্ব ইজতেমা নিয়ে দুপক্ষের মতবিরোধ নিসরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে মওলানা জোবায়ের ও মওলানা সাদের অনুসারীদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। আমরা আশা করি আগামীতে এ মতবিরোধ নিরসন হবে। তখন আর দুই ধাপে ইজতেমা আয়োজনের প্রয়োজন হবে না।
সোমবার (২২ জানুয়ারি) গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত বছরের মতো এবারও বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে যথানিয়মে সাদপন্থিদের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে। তবে গত বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ময়দানের আসবাবপত্রে ভাঙচুরের অভিযোগ ছিল। আশা করব, এ বছর এরকম কিছু হবে না।
ইজতেমার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতিবারের মতো এবারও কয়েক ধাপে নিরাপত্তাব্যবস্থা থাকছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে দুটি পর্বে সাড়ে পাঁচ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ জোবায়ের ও সাদপন্থি প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি ও প্রস্তুতি পর্যালোচনায় এ ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে স্থান সংকট দেখিয়ে সভায় মাওলানা জোবায়ের অনুসারীরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের পাশাপাশি রাজধানীর উত্তরায় একটি ফাঁকা জায়গায় এবারের ইজতেমার ময়দানের মুসল্লিদের অবস্থান করে ইজতেমায় অংশ নিতে মৌখিক অনুমতি চান। পুলিশ তাদের এ বিষয়ে অনুমতি দেয়নি।
সারাবাংলা/টিআর
আইনশৃঙ্খলা সভা ইজতেমা বিশ্ব ইজতেমা মওলানা জোবায়ের মওলানা সাদ স্বরাষ্ট্রমন্ত্রী