Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩ দিন পর চাচার শয়নকক্ষে মিলল শিশুর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ২৩:৫৬

প্রতীকী ছবি

বগুড়া: জেলার শিবগঞ্জে তিন দিন নিখোঁজ থাকার পর শিশু হালিমা খাতুনের (৭) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়ায় নিজ চাচার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হালিমা খাতুন উপজেলার একই গ্রামের হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কেজি স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা আনিসার রহমান (৩৫), চাচাতো ভাই আতিকুল ইসলাম (১৩) ও তার চাচীকে আটক করেছে পুলিশ।

হালিমার বাবা হাবলু মিয়া জানান, গত শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। এর পর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানালে রোববার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামের তিনটি পুকুরে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। আজ সোমবার চাচা আনিছারের শোবার ঘর থেকে হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘আমরা গতকাল ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করেছি। শিশুটির চাচার বাড়ির শোবার ঘরে তল্লাশির সময় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/পিটিএম

বগুড়া শয়নকক্ষে শিশুর লাশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর