Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা যে ওয়াদা দিই সেটা রাখি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ২৩:০২ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১০:০৫

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে আছে। আমরা যে ওয়াদা দিই সেটা রাখি এবং আমরা সেটা করতে পারব। এর মাঝে যারা বাধা দিতে চেষ্টা করবে তারা যাতে উপযুক্ত জবাব পায় সে ব্যবস্থাও আমাদের করতে হবে। সেটা রাজনৈতিকভাবে বা যেকোনোভাবে হোক, সেটা করতে হবে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসন নিরঙ্কুশ বিজয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পর আজ প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বসে দলটি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা আইন প্রণয়ন করে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করেছি। অতীতের মতো আজ্ঞাবহ নির্বাচন কমিশন আমরা গঠন করেনি। নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী। এমনও দেখলাম যে, আমরা সরকার গঠন করার পরও এক মন্ত্রীকে ডাকল। একটা অভিযোগ এসেছিল তার বিরুদ্ধে। সেজন্য তার জবাবদিহি দিতে হয়েছে।’ বিএনপির আমলে কোনো নির্বাচন কমিশন এটার সাহসই পেত না বলে মনে করেন শেখ হাসিনা।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আরেকটা বিষয়, আমাদের দেশে কিছু আঁতেল আছে। তাদের বোধহয় কিছুই ভালো লাগে না। যা কিছু ঘটুক তাদের সবকিছুই খারাপ লাগে। কী হলে যে ভালো লাগবে সেটাও আমি জানি না?’ তারা সব সময় একটা অস্বাভাবিক পরিস্থিতি আশা করে।’

তিনি বলেন, ‘ইনশাল্লাহ বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতি আর কখনো হবে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। এই গণতন্ত্রের ধারাবাহিকতাটাই বজায় থাকবে। গণতান্ত্রিক ধারার মাধ্যমেই এই দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি নিশ্চিত হবে। উন্নয়নের ক্ষেত্রে যতদূর অগ্রসর হয়েছি সেখান থেকে বাংলাদেশকে আরও উন্নত করে নিয়ে যাব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কারণ এই দেশের মানুষ শান্তি স্বস্তি পেয়েছে গত ১৫ বছরে। তার মধ্যে অগ্নিসন্ত্রাস জঙ্গিবাদ এগুলো তাদের যথেষ্ট কষ্ট দিয়েছে।’ তারপরও স্বাভাবিকভাবে মানুষ আর্থসামাজিক উন্নয়নের ছোঁয়া পেয়েছে বলেও দাবি করেন তিনি।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর